গল ফোর্টের ইতিহাসে সাদিয়া

সাদিয়া কাজের ফাঁকে ঘুরছেন শ্রীলঙ্কার বিভিন্ন শহরে। গল শহর শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশে অবস্থিত। এই শহর পুরাতন এবং শক্তিশালী দুর্গের জন্য  বিখ্যাত। আর সাদিয়া এই শহরের প্রকৃতি ও ইতিহাসেকে কাছ থেকে দেখছেন। আর এবার তিনি পোস্ট করেছেন এই সফরের ছবি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

sadia_ayman_17